আবাসিক হোটেলে সংঘবদ্ধ ধর্ষণ: ফরিদপুরে অসীম কে গ্রেপ্তার করেছে র্যাব
- আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 1998
ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক তরুণীকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. অসীম শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। গ্রেপ্তারের বিষয়টি বুধবার দুপুরে র্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
যেভাবে হলো গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত অসীম শেখ ফরিদপুর জেলা সদরের মৃগী গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে। র্যাবের গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনা: গত ৫ জুন ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় সেদিনই ফরিদপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারের কৌশল: র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অসীম শেখকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী পদক্ষেপ: গ্রেপ্তারকৃত অসীম শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















