ফরিদপুর-১ আসনে নতুন চমক: প্রার্থী হলেন আবু জাফর
- আপডেট সময় : ০৯:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 718
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসন থেকে লড়াইয়ের জন্য সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে মনোনয়ন দিয়েছে নবগঠিত রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে ১১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। সেখানে ফরিদপুর-১ আসনের জন্য আবু জাফরের নাম চূড়ান্ত করা হয়।
বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার:
শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর-১ আসনের একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি এ পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পর্যায়ক্রমে আওয়ামী লীগ, বাকশাল, জাতীয় পার্টি এবং সর্বশেষ ২০০৫ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে তিনি বিএনএম-এ যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবার তিনি জাতীয় পার্টি ও জেপির সমন্বয়ে গঠিত নতুন জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নামছেন।
আওয়ামী লীগের দুর্গে চ্যালেঞ্জ:
ফরিদপুর-১ আসনটি ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত ৩৪ বছরের ৮টি নির্বাচনের মধ্যে সাতবারই এখানে জয়লাভ করেছে আওয়ামী লীগ। কেবল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ভিন্ন ফলাফল এসেছিল। এমন একটি কঠিন আসনে অভিজ্ঞ আবু জাফরের অংশগ্রহণ নির্বাচনী সমীকরণকে আরও চাঞ্চল্যকর করে তুলেছে।
মনোনয়ন নিয়ে প্রার্থীর প্রতিক্রিয়া:
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, “জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমাকে ফরিদপুর-১ আসনে মনোনয়ন প্রদান করায় আমি কৃতজ্ঞ। আমি সারাজীবন আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আমৃত্যু তাঁদের সেবা করে যেতে চাই।”





















