ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভিউ বাড়াতে তরুণীকে ‘বিবস্ত্র করার’ সাজানো ভিডিও: নেপথ্যে যমজ ভাই

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 926

নেত্রকোণার পূর্বধলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর নেশায় একটি কুরুচিপূর্ণ ও সাজানো ভিডিও তৈরি করে তীব্র জনরোষের মুখে পড়েছে দুই ভাইসহ তিন কিশোর। উত্যক্ত করা ও তরুণীকে বিবস্ত্র করার চেষ্টার দৃশ্য ধারণ করা ওই ১২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১৫ ডিসেম্বর নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামের জামিয়া বদরুল হুদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সামনে।

ভিডিওর নেপথ্য কাহিনী:

ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্কেটিং করতে করতে এক যুবক ভ্যানে থাকা এক তরুণীকে উত্যক্ত করছে এবং একপর্যায়ে তাকে বিবস্ত্র করার চেষ্টা চালাচ্ছে। তবে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং তরুণীর চরিত্রে অভিনয় করেছিল হানিফ (১৩) নামের এক কিশোর। ভিডিওটি ধারণ ও প্রচারের মূল কারিগর ছিলেন যমজ দুই ভাই রোমান (১৮) ও রাকিব (১৮)। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘ফানি ভিডিও’ তৈরি করে আসছিলেন।

প্রশাসনের পদক্ষেপ:

পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, “এই ধরনের ভিডিও ছাত্রীদের মনে ভীতি সৃষ্টি করছে। এদের কঠোর শাস্তি হওয়া উচিত।”

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদরুল ইসলাম জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্তরা আত্মগোপন করেছে এবং তাদের ‘রাকিব ইজ স্কেটিং ব্লগ’ নামক ফেসবুক পেজটিও বন্ধ করে দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অপসংস্কৃতি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

ভিউ বাড়াতে তরুণীকে ‘বিবস্ত্র করার’ সাজানো ভিডিও: নেপথ্যে যমজ ভাই

আপডেট সময় : ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নেত্রকোণার পূর্বধলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর নেশায় একটি কুরুচিপূর্ণ ও সাজানো ভিডিও তৈরি করে তীব্র জনরোষের মুখে পড়েছে দুই ভাইসহ তিন কিশোর। উত্যক্ত করা ও তরুণীকে বিবস্ত্র করার চেষ্টার দৃশ্য ধারণ করা ওই ১২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১৫ ডিসেম্বর নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামের জামিয়া বদরুল হুদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সামনে।

ভিডিওর নেপথ্য কাহিনী:

ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্কেটিং করতে করতে এক যুবক ভ্যানে থাকা এক তরুণীকে উত্যক্ত করছে এবং একপর্যায়ে তাকে বিবস্ত্র করার চেষ্টা চালাচ্ছে। তবে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং তরুণীর চরিত্রে অভিনয় করেছিল হানিফ (১৩) নামের এক কিশোর। ভিডিওটি ধারণ ও প্রচারের মূল কারিগর ছিলেন যমজ দুই ভাই রোমান (১৮) ও রাকিব (১৮)। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘ফানি ভিডিও’ তৈরি করে আসছিলেন।

প্রশাসনের পদক্ষেপ:

পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, “এই ধরনের ভিডিও ছাত্রীদের মনে ভীতি সৃষ্টি করছে। এদের কঠোর শাস্তি হওয়া উচিত।”

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদরুল ইসলাম জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্তরা আত্মগোপন করেছে এবং তাদের ‘রাকিব ইজ স্কেটিং ব্লগ’ নামক ফেসবুক পেজটিও বন্ধ করে দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অপসংস্কৃতি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।