ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে মসজিদের ভেতরে আট বছরের শিশু ধর্ষণ, ইমাম গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 3635

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আট বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. মোজাম্মেল হক (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্ত ইমাম পালিয়ে গেলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার রাতে ঢাকা থেকে তাঁকে আটক করে।

আটক মোজাম্মেল হকের বাড়ি নেত্রকোনা জেলার কালিকাপুর গ্রামে। তিনি চরভদ্রাসনের উত্তর আলম নগর মধুসিকদারের ডাঙ্গী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।

ঘটনাস্থল মসজিদ, অভিযুক্ত ইমাম

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ভোরে শিশু কন্যাটি উত্তর আলম নগর মধুসিকদারের ডাঙ্গী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে আরবি পড়তে গিয়েছিল।

ধর্ষণের অভিযোগ: এ সময় মসজিদের ইমাম মো. মোজাম্মেল হক শিশুটিকে সুকৌশলে আটকে রেখে মসজিদের গেট বন্ধ করে দেন। এরপর টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মসজিদের ভেতরেই শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ভীতি প্রদর্শন: ঘটনার পর মোজাম্মেল হক শিশুটিকে ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন।

মামলা দায়ের: শিশুটি বাড়িতে গিয়ে মাকে ঘটনা জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ভুক্তভোগীরা বিচার না পাওয়ায় ৫ ডিসেম্বর শিশুটির মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার

মামলা দায়েরের পরই পুলিশ অভিযুক্ত ইমামকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

গ্রেপ্তার: চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ রফিকুজ্জামান জানান, তাঁরা তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে ধর্ষক মো. মোজাম্মেল হককে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করেন।

আদালতে প্রেরণ: সোমবার (৮ ডিসেম্বর) মোজাম্মেল হককে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ফরিদপুরে মসজিদের ভেতরে আট বছরের শিশু ধর্ষণ, ইমাম গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আট বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. মোজাম্মেল হক (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্ত ইমাম পালিয়ে গেলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার রাতে ঢাকা থেকে তাঁকে আটক করে।

আটক মোজাম্মেল হকের বাড়ি নেত্রকোনা জেলার কালিকাপুর গ্রামে। তিনি চরভদ্রাসনের উত্তর আলম নগর মধুসিকদারের ডাঙ্গী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।

ঘটনাস্থল মসজিদ, অভিযুক্ত ইমাম

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ভোরে শিশু কন্যাটি উত্তর আলম নগর মধুসিকদারের ডাঙ্গী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে আরবি পড়তে গিয়েছিল।

ধর্ষণের অভিযোগ: এ সময় মসজিদের ইমাম মো. মোজাম্মেল হক শিশুটিকে সুকৌশলে আটকে রেখে মসজিদের গেট বন্ধ করে দেন। এরপর টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মসজিদের ভেতরেই শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ভীতি প্রদর্শন: ঘটনার পর মোজাম্মেল হক শিশুটিকে ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন।

মামলা দায়ের: শিশুটি বাড়িতে গিয়ে মাকে ঘটনা জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ভুক্তভোগীরা বিচার না পাওয়ায় ৫ ডিসেম্বর শিশুটির মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার

মামলা দায়েরের পরই পুলিশ অভিযুক্ত ইমামকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

গ্রেপ্তার: চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ রফিকুজ্জামান জানান, তাঁরা তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে ধর্ষক মো. মোজাম্মেল হককে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করেন।

আদালতে প্রেরণ: সোমবার (৮ ডিসেম্বর) মোজাম্মেল হককে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।