ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুর: গ্রেপ্তার ৩ নেতা, জালে স্বেচ্ছাসেবক লীগের তুহিনও

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 1135

ফরিদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এটিএম জামিল ওরফে তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগ এবং সদর উপজেলা ছাত্রলীগের দুই সাবেক নেতাকেও আলাদা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানা কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা এটিএম জামিল ওরফে তুহিনকে গ্রেপ্তার করে।

এছাড়াও, একই রাতে পরিচালিত অন্য দুটি অভিযানে গ্রেপ্তার করা হয়:

মোহাম্মদ জাহিদুল ইসলাম: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।

শাহীন আহমেদ সোহান: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

গ্রেপ্তার হওয়া এই তিন নেতা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগে বা কী কারণে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

ফরিদপুর: গ্রেপ্তার ৩ নেতা, জালে স্বেচ্ছাসেবক লীগের তুহিনও

আপডেট সময় : ০৮:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

ফরিদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এটিএম জামিল ওরফে তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগ এবং সদর উপজেলা ছাত্রলীগের দুই সাবেক নেতাকেও আলাদা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানা কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা এটিএম জামিল ওরফে তুহিনকে গ্রেপ্তার করে।

এছাড়াও, একই রাতে পরিচালিত অন্য দুটি অভিযানে গ্রেপ্তার করা হয়:

মোহাম্মদ জাহিদুল ইসলাম: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।

শাহীন আহমেদ সোহান: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

গ্রেপ্তার হওয়া এই তিন নেতা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগে বা কী কারণে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।