ফরিদপুরে নেশার লোভ দেখিয়ে টিপুকে পিটিয়ে হত্যার লোমহর্ষক বর্ণনা
- আপডেট সময় : ০৬:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 474
ফরিদপুরে চাঞ্চল্যকর রিকশাচালক টিপু হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নেশার প্রলোভন দেখিয়ে বন্ধুকে কলাবাগানে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেওয়া হয়।
হত্যার লোমহর্ষক চিত্র:
অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন জানান, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রিকশাচালক টিপুকে নেশা করার লোভ দেখিয়ে নির্জন এক কলাবাগানে নিয়ে যায় তার বন্ধু রাজিব খান (৪১)। সেখানে সবাই মিলে নেশা করার পর সুযোগ বুঝে রাজিব তার সাথে থাকা লোহার পাতি দিয়ে টিপুর মাথায় সজোরে আঘাত করে। টিপু মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ও মুখে আরও কয়েকবার আঘাত করা হয়। এরপর লাশটি ফেলে রেখে টিপুর রিকশাটি নিয়ে পালিয়ে যায় ঘাতক রাজিব।
গ্রেপ্তার ও রিকশা উদ্ধার:
পুলিশের বিশেষ অভিযানে রাজিবকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী মান্নান হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে মান্নানের ভাড়া বাড়ি থেকে টিপুর সেই লুন্ঠিত রিকশাটি উদ্ধার করা হয়। জানা গেছে, রিকশাটি বিক্রির জন্য মান্নানকে দেওয়া হয়েছিল এবং সে রাজিবকে কিছু টাকাও পরিশোধ করেছিল।
আইনি ব্যবস্থা:
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশেষ ভূমিকা পালন করেছে।





















