ফরিদপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সাবেক পুলিশ সদস্য
- আপডেট সময় : ০২:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 473
ফরিদপুরের সদরপুরে ৪০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪৭) নামের এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় এলাকার একটি হোটেলের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের বাসিন্দা এবং চাকরিচ্যুত হওয়ার পর সদরপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।
অভিযানের বিস্তারিত:
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সদরপুরের কলেজ মোড়ে অভিযান চালানো হয়। এসময় সাবেক পুলিশ সদস্য রফিকুলকে তল্লাশি করলে তার প্যান্টের পকেটে একটি নীল প্যাকেটের ভেতর ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। রফিকুল সদরপুর পূর্ব শ্যামপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
আইনি ব্যবস্থা:
এই ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজউদ্দিন বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। রফিকুল ইসলামকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আদালতে প্রেরণ:
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, “গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামকে সোমবার সন্ধ্যায় মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”





















