সউদী রাষ্ট্রদূতকে ‘স্বামী’ দাবি করা সেই মেঘনা আলম এবার এমপি প্রার্থী
- আপডেট সময় : ০৮:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 350
সউদী রাষ্ট্রদূতকে ‘ব্ল্যাকমেইল’ ও প্রেমের সম্পর্কের দাবি করে দেশজুড়ে ব্যাপক সমালোচিত হওয়া মডেল মেঘনা আলম এবার সক্রিয় রাজনীতিতে নামার ঘোষণা দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, তা এখনো স্পষ্ট করেননি।
ফেসবুকে নির্বাচনী ইশতেহার:
গত ১৪ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মেঘনা আলম তাঁর প্রার্থিতার কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, “ভারত, পাকিস্তান ও সৌদির দাসত্ব থেকে বের হয়ে বাংলাদেশপন্থি সরকার গড়ে তুলতে হবে।” তিনি আরও দাবি করেন, ঢাকা-৮ আসনকে তিনি বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন।
সিঙ্গাপুর মডেল ও নেতৃত্বের দাবি:
দীর্ঘদিনের ‘দেশকে সিঙ্গাপুর বানানোর’ ফাঁপা প্রতিশ্রুতির সমালোচনা করে মেঘনা বলেন, আন্তর্জাতিক মানে দেশকে উন্নীত করতে হলে এমন নেতৃত্ব প্রয়োজন যার শিক্ষা ও চিন্তাধারায় বৈশ্বিক প্রভাব রয়েছে। নিজেকে সেই রূপান্তরের বাস্তব উদাহরণ হিসেবে দাবি করে তিনি ভোটারদের সমর্থন চেয়েছেন।
অতীত বিতর্ক:
২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ বিজয়ী মেঘনা আলম মূলত আলোচনায় আসেন ঢাকায় নিযুক্ত সাবেক সউদী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে তাঁর সম্পর্ককে কেন্দ্র করে। সেই সময় তিনি ওই রাষ্ট্রদূতকে নিজের ‘স্বামী’ বলে দাবি করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন।
মেঘনা আলমের এই আকস্মিক নির্বাচনী ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের সচেতন মহল তাঁর এই রাজনৈতিক পদযাত্রাকে কীভাবে দেখবে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।






















