হাদি হত্যার প্রতিবাদে যাওয়াই: ছাত্রদল নেতার পদ স্থগিত
- আপডেট সময় : ১০:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 256
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। সোমবার (২২ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়।
ঘটনার নেপথ্যে:
জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নোবিপ্রবি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সেই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন ছাত্রদল নেতা মেহেদি হাসান বাঁধন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শিক্ষার্থীদের ওই মিছিলে অংশগ্রহণ করাকেই ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ হিসেবে দেখছে কেন্দ্রীয় সংসদ।
ছাত্রদলের অবস্থান:
যদিও নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান দাবি করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্রদল হাদি হত্যার প্রতিবাদে আলাদাভাবে কর্মসূচি পালন করেছে। তবে সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম ভঙ্গের দায়ে কেন্দ্রীয় সংসদ বাঁধনের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।
যা বললেন অভিযুক্ত নেতা:
পদ স্থগিতের বিষয়ে মেহেদি হাসান বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এই মুহূর্তে বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে পারছেন না।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের মিছিলে ছাত্রদলের নেতাদের বড় একটি অংশ যোগ না দিলেও বাঁধনের অংশগ্রহণ নিয়ে দলের ভেতরে শুরু থেকেই গুঞ্জন চলছিল। যার চূড়ান্ত পরিণতি হিসেবে আজ এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।





















