ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট: ফরিদপুরে গ্রেপ্তার ৫৮ 

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 619

ফরিদপুরে অপরাধ দমনে সরকার ঘোষিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এ বড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে কৃষক লীগ নেতাসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম এই গণগ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

একযোগে ৯ উপজেলায় অভিযান:

পুলিশ সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুর সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক, মাদক কারবারি এবং চুরি ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতরা রয়েছে।

কৃষক লীগ নেতা গ্রেপ্তার:

অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে বোয়ালমারী উপজেলার কৃষক লীগ নেতা লিটন মৃধার নাম নিশ্চিত করা গেছে। অন্যান্য গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

চলছে সাঁড়াশি তৎপরতা:

এর আগে গত ৭২ ঘণ্টায় জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বলেন, “অপরাধ প্রবণতা কমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ জোরদার করতেই এই বিশেষ অভিযান। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় এই কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।”

পুলিশের এই ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অপারেশন ডেভিল হান্ট: ফরিদপুরে গ্রেপ্তার ৫৮ 

আপডেট সময় : ০৬:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরে অপরাধ দমনে সরকার ঘোষিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এ বড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে কৃষক লীগ নেতাসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম এই গণগ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

একযোগে ৯ উপজেলায় অভিযান:

পুলিশ সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুর সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক, মাদক কারবারি এবং চুরি ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতরা রয়েছে।

কৃষক লীগ নেতা গ্রেপ্তার:

অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে বোয়ালমারী উপজেলার কৃষক লীগ নেতা লিটন মৃধার নাম নিশ্চিত করা গেছে। অন্যান্য গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

চলছে সাঁড়াশি তৎপরতা:

এর আগে গত ৭২ ঘণ্টায় জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বলেন, “অপরাধ প্রবণতা কমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ জোরদার করতেই এই বিশেষ অভিযান। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় এই কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।”

পুলিশের এই ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।