ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেবক থেকে সংসদ সদস্য? ফরিদপুর নিয়ে প্রফেসর তাওয়াবের বড় মিশন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 335

ফরিদপুর সদর (ফরিদপুর-৩) আসনকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব। দীর্ঘ ৪৫ বছরের শিক্ষকতা ও জনসেবার অভিজ্ঞতাকে পুঁজি করে এবার তিনি সংসদ নির্বাচনে লড়ার জোরালো প্রস্তুতি নিচ্ছেন।

ফরিদপুরের অবহেলা ও বর্তমান চিত্র:

প্রফেসর আবদুত তাওয়াব বলেন, ফরিদপুর অনেক পুরাতন মহাকুমা ও জেলা হওয়া সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থায় চরম অবহেলার শিকার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুরো এলাকা এখন নারী সহিংসতা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, বালুর ব্যবসা ও মাদকের থাবায় জর্জরিত। সর্বত্র দুর্নীতি, স্বজনপ্রীতি আর মামলা বাণিজ্যের রাজত্ব চলছে।”

একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি:

নির্বাচিত হলে সামাজিক ও প্রশাসনিক নৈরাজ্য দূর করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তাঁর মহাপরিকল্পনার মধ্যে রয়েছে:

শিক্ষা ও প্রযুক্তি: ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা।

স্বাস্থ্য ও কৃষি: সমন্বিত সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আধুনিক কৃষি ও খামার ব্যবস্থার উন্নয়ন।

নারীবান্ধব শহর: একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং নারীবান্ধব ফরিদপুর সদর গঠন করা।

রাজনৈতিক ষড়যন্ত্র ও কঠোর হুঁশিয়ারি:

নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “একটি পক্ষ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাদের দলে পুনর্বাসনের চেষ্টা করছে এবং মামলা বাণিজ্য করে তাদের আশ্রয় দিচ্ছে। ফ্যাসিবাদের দোসররা বিপুল টাকা নিয়ে ভোট কেনার পরিকল্পনা করছে।” তবে এসব ষড়যন্ত্র রুখে দিয়ে একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য তাঁর দল সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে তিনি জানান।

দীর্ঘ ৪ দশকের অভিজ্ঞতা:

সরকারি কলেজে অধ্যাপনার পাশাপাশি টানা ৪৫ বছর ফরিদপুরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি দীর্ঘ সময় ধরে মানুষের খেদমত করছি। আশা করি, এবারের নির্বাচনে ফরিদপুরবাসী সঠিক ও যোগ্য প্রার্থী বেছে নিতে ভুল করবেন না।”

সেবক থেকে সংসদ সদস্য? ফরিদপুর নিয়ে প্রফেসর তাওয়াবের বড় মিশন

আপডেট সময় : ০৭:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ফরিদপুর সদর (ফরিদপুর-৩) আসনকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব। দীর্ঘ ৪৫ বছরের শিক্ষকতা ও জনসেবার অভিজ্ঞতাকে পুঁজি করে এবার তিনি সংসদ নির্বাচনে লড়ার জোরালো প্রস্তুতি নিচ্ছেন।

ফরিদপুরের অবহেলা ও বর্তমান চিত্র:

প্রফেসর আবদুত তাওয়াব বলেন, ফরিদপুর অনেক পুরাতন মহাকুমা ও জেলা হওয়া সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থায় চরম অবহেলার শিকার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুরো এলাকা এখন নারী সহিংসতা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, বালুর ব্যবসা ও মাদকের থাবায় জর্জরিত। সর্বত্র দুর্নীতি, স্বজনপ্রীতি আর মামলা বাণিজ্যের রাজত্ব চলছে।”

একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি:

নির্বাচিত হলে সামাজিক ও প্রশাসনিক নৈরাজ্য দূর করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তাঁর মহাপরিকল্পনার মধ্যে রয়েছে:

শিক্ষা ও প্রযুক্তি: ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা।

স্বাস্থ্য ও কৃষি: সমন্বিত সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আধুনিক কৃষি ও খামার ব্যবস্থার উন্নয়ন।

নারীবান্ধব শহর: একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং নারীবান্ধব ফরিদপুর সদর গঠন করা।

রাজনৈতিক ষড়যন্ত্র ও কঠোর হুঁশিয়ারি:

নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “একটি পক্ষ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাদের দলে পুনর্বাসনের চেষ্টা করছে এবং মামলা বাণিজ্য করে তাদের আশ্রয় দিচ্ছে। ফ্যাসিবাদের দোসররা বিপুল টাকা নিয়ে ভোট কেনার পরিকল্পনা করছে।” তবে এসব ষড়যন্ত্র রুখে দিয়ে একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য তাঁর দল সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে তিনি জানান।

দীর্ঘ ৪ দশকের অভিজ্ঞতা:

সরকারি কলেজে অধ্যাপনার পাশাপাশি টানা ৪৫ বছর ফরিদপুরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি দীর্ঘ সময় ধরে মানুষের খেদমত করছি। আশা করি, এবারের নির্বাচনে ফরিদপুরবাসী সঠিক ও যোগ্য প্রার্থী বেছে নিতে ভুল করবেন না।”