প্রথম আলোতে হামলা: শনাক্ত ৩১, গ্রেফতার ১৭
- আপডেট সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 239
রাজধানীতে গণমাধ্যম কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নগদ টাকা লুটের ঘটনায় কঠোর অবস্থানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদীর মৃত্যুর খবরকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নারকীয় তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও ৩১ জনকে শনাক্ত করেছে পুলিশ।
লুটের টাকায় কেনা টিভি-ফ্রিজ উদ্ধার:
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ নাইম (২৬) নামে এক যুবক প্রথম আলো কার্যালয় থেকে প্রায় দেড় লাখ টাকা লুট করেন। লুণ্ঠিত সেই টাকা দিয়ে তিনি একটি টিভি ও একটি ফ্রিজ কেনেন, যা পুলিশ উদ্ধার করেছে। এছাড়া তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
অভিযান ও যৌথ তৎপরতা:
ডিএমপির এই কর্মকর্তা জানান, হামলাকারীদের ধরতে থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সিটিটিসি (CTTC) মাঠে নেমেছে। এখন পর্যন্ত থানা পুলিশ ১৩ জন, সিটিটিসি ৩ জন এবং ডিবি ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দুষ্কৃতকারীরা গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টা থেকে ভোর পর্যন্ত বিক্ষোভের সুযোগ নিয়ে গণমাধ্যম কার্যালয়ে তাণ্ডব ও লুটপাট চালায়।
কড়া হুঁশিয়ারি:
ডিএমপি কমিশনার স্পষ্ট জানিয়েছেন, অপরাধী যে দলের বা মতাদর্শেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা উসকানি দিয়ে সহিংসতা ছড়িয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ আরও কঠোর ও আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।






















