নজরুলের পাশেই চিরনিদ্রায় হাদি: চোখের জলে বিদায় জানাল দেশ
- আপডেট সময় : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 181
জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
আবেগঘন শেষ বিদায়:
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছায়, তখন সেখানে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। উপস্থিত হাজারো মানুষ কান্নায় ভেঙে পড়েন। ছাত্র-জনতার বিপ্লবের এই অগ্রনায়ককে শেষ বিদায় জানাতে ঢল নেমেছিল মানুষের। বিকেলের দিকে সব আনুষ্ঠানিকতা শেষে কবির কবরের পাশেই তাঁকে সমাহিত করা হয়।
ময়নাতদন্ত ও প্রস্তুতি:
এর আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, বেলা পৌনে ১২টার দিকে ময়নাতদন্ত শেষ হওয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউতে।
ফরিদপুরসহ সারা দেশে শোকের ছায়া:
গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান হাদি। দেশের পর সিঙ্গাপুরেও বাঁচানো যায়নি এই বীরকে। তাঁর এই অকাল মৃত্যুতে ফরিদপুরসহ সারা দেশের মানুষের মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ এক দিনের রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে এই মহান বিপ্লবীকে চিরবিদায় জানাল বাংলাদেশ।
























