ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরল বিপ্লবী হাদির মরদেহ: শোকাচ্ছন্ন সারা দেশ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 152

জুলাই বিপ্লবের অন্যতম নির্ভীক কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ এখন বাংলাদেশে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা এই বিপ্লবীর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৮৫) ফ্লাইটটি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিক্ষোভে উত্তাল সারা দেশ:

শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শোক ও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র-জনতার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। শুধু রাজধানী ঢাকা নয়, ফরিদপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নেমে আসেন।

ঘটনার প্রেক্ষাপট:

উল্লেখ্য যে, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় চড়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সেখানে দীর্ঘ লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই মহান বিপ্লবীর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। আগামীকাল তাঁর জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে।

দেশে ফিরল বিপ্লবী হাদির মরদেহ: শোকাচ্ছন্ন সারা দেশ

আপডেট সময় : ০৬:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

জুলাই বিপ্লবের অন্যতম নির্ভীক কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ এখন বাংলাদেশে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা এই বিপ্লবীর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৮৫) ফ্লাইটটি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিক্ষোভে উত্তাল সারা দেশ:

শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শোক ও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র-জনতার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। শুধু রাজধানী ঢাকা নয়, ফরিদপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নেমে আসেন।

ঘটনার প্রেক্ষাপট:

উল্লেখ্য যে, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় চড়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সেখানে দীর্ঘ লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই মহান বিপ্লবীর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। আগামীকাল তাঁর জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে।