ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্যান্ডেল ভাঙলেও দমে গেলেন না এ কে আজাদ: ভাঙা মঞ্চেই চরবাসীকে অনুদান

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 560

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন কবলিত পরিবারের মাঝে অনুদান বিতরণের জন্য আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে ভাঙচুরের পরেও দমে যাননি সাবেক সংসদ সদস্য এ কে আজাদ। তিনি সেই ভাঙা প্যান্ডেলেই চরবাসীর সঙ্গে মতবিনিময় করে ২৫৫টি পরিবারের হাতে ৫ লাখ ১০ হাজার টাকার নগদ সহায়তা তুলে দেন।

আজ শনিবার দুপুরে নর্থচ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী ও জয়নাল মাতুব্বরের ডাঙ্গীতে পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এই অনুদান বিতরণ করা হয়।

প্যান্ডেল ভাঙচুর, ভাঙা প্যান্ডেলেই অনুষ্ঠান

অনুষ্ঠানটি আয়োজনের জন্য শুক্রবার রাতে নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মার পাড়ে ৪ ও ৫নং ওয়ার্ডে স্টেজ ও প্যান্ডেল তৈরি করা হয়েছিল।

নাশকতা: রাতে অজ্ঞাতরা ৫নং ওয়ার্ডের প্যান্ডেল ভেঙে সামিয়ানা খুলে নিয়ে যায়।

আজাদের সিদ্ধান্ত: এই পরিস্থিতিতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কে আজাদ ভাঙা প্যান্ডেলেই রোদের মধ্যে অনুষ্ঠান চালিয়ে যান এবং অনুদান বিতরণ করেন।

ভাঙন ও বালু উত্তোলন নিয়ে কঠোর হুঁশিয়ারি

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ চরবাসীর প্রধান সমস্যা নদী ভাঙন নিয়ে কথা বলেন এবং এর জন্য অবৈধ বালু উত্তোলনকে সরাসরি দায়ী করেন।

বালু উত্তোলন: এ কে আজাদ বলেন, “এই নদী ভাঙার বড় একটি কারণ অবৈধ বালু উত্তোলন। রাতের আধারে এখনো প্রভাবশালীরা বালু কেটে নিয়ে যাচ্ছে। এদের প্রতিহত না করতে পারলে নদী ভাঙন রোধ করা সম্ভব না।”

কঠিন বার্তা: বালু ব্যবসার অর্থ ভাগ-বাঁটোয়ারা নিয়ে তিনি বলেন, “আড়াই টাকা ফুট বালু তুলে ৬ টাকা ফুট বিক্রি করে। কোটি কোটি ফুট বালু থেকে কোটি কোটি টাকা ভাগ–বাটোয়ারা হয়, সেই টাকা কারা ভাগ পায় আমরা জানি। তাদের নাম মুখে নিতে চাই না, সামনে নির্বাচন, তাদের নাম মুখে নিলে লজ্জায় ভোট চাইতে পারবে না।”

প্রতিপক্ষকে চ্যালেঞ্জ

প্যান্ডেল ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ কে আজাদ যারা এই সামাজিক কাজকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন।

হুমকি: তিনি বলেন, “আমার প্যান্ডেল ভাঙা হয়েছে… এতে আমাদের সবারই কষ্ট হলো। আমাকে প্রতিপক্ষ করবেন না। অনেক বড় বড়টার সাথে খেলে এই পর্যন্ত এসেছি। হুমকি-ধামকি দিয়ে এমন সামাজিক কাজকে যারা বাধাগ্রস্ত করতে চান তাদের বলি, আমাকে নির্বাচনে নামতে বাধ্য করবেন না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন বলেন, ভালো কাজে যারা বাধা সৃষ্টি করে, তারা ভালো হতে পারে না। এটি একটি অরাজনৈতিক অনুষ্ঠান ছিল এবং এখানে ভাঙচুরের কোনো স্থান নেই।

প্যান্ডেল ভাঙলেও দমে গেলেন না এ কে আজাদ: ভাঙা মঞ্চেই চরবাসীকে অনুদান

আপডেট সময় : ১২:০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন কবলিত পরিবারের মাঝে অনুদান বিতরণের জন্য আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে ভাঙচুরের পরেও দমে যাননি সাবেক সংসদ সদস্য এ কে আজাদ। তিনি সেই ভাঙা প্যান্ডেলেই চরবাসীর সঙ্গে মতবিনিময় করে ২৫৫টি পরিবারের হাতে ৫ লাখ ১০ হাজার টাকার নগদ সহায়তা তুলে দেন।

আজ শনিবার দুপুরে নর্থচ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী ও জয়নাল মাতুব্বরের ডাঙ্গীতে পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এই অনুদান বিতরণ করা হয়।

প্যান্ডেল ভাঙচুর, ভাঙা প্যান্ডেলেই অনুষ্ঠান

অনুষ্ঠানটি আয়োজনের জন্য শুক্রবার রাতে নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মার পাড়ে ৪ ও ৫নং ওয়ার্ডে স্টেজ ও প্যান্ডেল তৈরি করা হয়েছিল।

নাশকতা: রাতে অজ্ঞাতরা ৫নং ওয়ার্ডের প্যান্ডেল ভেঙে সামিয়ানা খুলে নিয়ে যায়।

আজাদের সিদ্ধান্ত: এই পরিস্থিতিতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কে আজাদ ভাঙা প্যান্ডেলেই রোদের মধ্যে অনুষ্ঠান চালিয়ে যান এবং অনুদান বিতরণ করেন।

ভাঙন ও বালু উত্তোলন নিয়ে কঠোর হুঁশিয়ারি

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ চরবাসীর প্রধান সমস্যা নদী ভাঙন নিয়ে কথা বলেন এবং এর জন্য অবৈধ বালু উত্তোলনকে সরাসরি দায়ী করেন।

বালু উত্তোলন: এ কে আজাদ বলেন, “এই নদী ভাঙার বড় একটি কারণ অবৈধ বালু উত্তোলন। রাতের আধারে এখনো প্রভাবশালীরা বালু কেটে নিয়ে যাচ্ছে। এদের প্রতিহত না করতে পারলে নদী ভাঙন রোধ করা সম্ভব না।”

কঠিন বার্তা: বালু ব্যবসার অর্থ ভাগ-বাঁটোয়ারা নিয়ে তিনি বলেন, “আড়াই টাকা ফুট বালু তুলে ৬ টাকা ফুট বিক্রি করে। কোটি কোটি ফুট বালু থেকে কোটি কোটি টাকা ভাগ–বাটোয়ারা হয়, সেই টাকা কারা ভাগ পায় আমরা জানি। তাদের নাম মুখে নিতে চাই না, সামনে নির্বাচন, তাদের নাম মুখে নিলে লজ্জায় ভোট চাইতে পারবে না।”

প্রতিপক্ষকে চ্যালেঞ্জ

প্যান্ডেল ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ কে আজাদ যারা এই সামাজিক কাজকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন।

হুমকি: তিনি বলেন, “আমার প্যান্ডেল ভাঙা হয়েছে… এতে আমাদের সবারই কষ্ট হলো। আমাকে প্রতিপক্ষ করবেন না। অনেক বড় বড়টার সাথে খেলে এই পর্যন্ত এসেছি। হুমকি-ধামকি দিয়ে এমন সামাজিক কাজকে যারা বাধাগ্রস্ত করতে চান তাদের বলি, আমাকে নির্বাচনে নামতে বাধ্য করবেন না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন বলেন, ভালো কাজে যারা বাধা সৃষ্টি করে, তারা ভালো হতে পারে না। এটি একটি অরাজনৈতিক অনুষ্ঠান ছিল এবং এখানে ভাঙচুরের কোনো স্থান নেই।